রূপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত মাঝি শ্রমিক ইউনিয়নের দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায়, পূর্ব রূপসা ঘাট এলাকায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থার সভাপতি ও নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এসএম মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, মাঝি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারেজ হাওলাদার, সদস্য রজব ব্যাপারী, সেলিম ব্যাপারী, মহব্বক ব্যাপারী, বসির শিকদার, ইব্রাহিম শিকদার, জয়নাল শেখ, জামাল গাজী, জব্বার ব্যাপারী, আল-আমিন শিকদার, আল-আমিন শেখ প্রমুখ।