রূপসায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১
দ: প্রতিবেদক
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার রূপসা উপজেলার মোকাছেদ গলির আলমের ভাড়াটিয়া সালমান শাহকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ আসামি সালমানকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণীতে জানা যায়, শিশুটি রবিবার মায়ের সঙ্গে রূপসায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বাড়ির বাইরে খেলা করার সময় রূপসা উপজেলার মোকছেদ গলির স্বপন রিপনের অটো গ্যারেজে নিয়ে সালমান শাহ তাকে ধর্ষণের চেষ্টা করে।
মামলা তদন্ত কর্মকর্তা (আইও) খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ধনঞ্জয় বলেন, ওই শিশুকে একটি গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রাতে সালমান শাহকে গ্রেফতার করা হয়েছে।