রূপসায় সড়ক দুর্ঘটনায় স্কুল কর্মচারী নিহত
দ: প্রতিবেদক
খুলনার রূপসায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শেখ আব্দুর রহমান (৫৫) নামে এক স্কুলের অফিস সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চন্দনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী গ্রামের মৃত শেখ সাফাজ্জাদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে পালের বাজার যাবার পথে চন্দনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে কয়লা বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভ্যান চালক ঠাকুর বিশ্বাস গুরুতর আহত হয়।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা জাকির হোসেন জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন।