রূপসায় স্কুলছাত্রীকে ধষর্ণের অভিযোগে যুবক আটক
রূপসা প্রতিনিধি
রূপসায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমদাদুল মল্লিক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে রতন সেন কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ জানায়, স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে আসার পথে বক্কার হুজুরের বাড়ির সামনে আসলে বখাটে যুবক এমদাদ তাকে জোর পূর্বক মুখ চেপে ধরে বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি গোপন রাখে স্কুল ছাত্রী ভয়ে। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রূপসা থানার পালেরহাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করার পর পুলিশ ইমদাদুলকে আটক করে। সে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের ছেলে। ইমদাদুল তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করত বলেও অভিযোগে বলা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, বুধবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে বক্কার হুজুরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে ইমদাদুল।
তিনি আরও জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা বন্ধ থাকায় আসামিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। যার নং-০৮।