December 21, 2024
আঞ্চলিক

রূপসায় শ্রমিক কমিউনিটি এসোসিয়েশনের স্টেক হোল্ডারদের সভা

তথ্য বিবরণী

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসার আয়োজনে শ্রমিক কমিউনিটি এসোসিয়েশনের সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের এক সভা গতকাল মঙ্গলবার সকালে খুলনার রূপসা উপজেলার শ্রমিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল, সলিডারিটি সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকিয়া পারভীন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইলিয়াজ শেখ, রিনা পারভীন ও রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ।

সভায় রূপসা উপজেলার চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প, ডকইয়ার্ড, ইটভাটাসহ বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার, শ্রম আইন বাস্তবায়নে শ্রমিক-মালিক সুসম্পর্ক, পেশাগত স্বাস্থ্যঝুঁকি, মাদক ও বাল্যবিবাহের কুফল, এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বয় করে সকল সমস্যা দূর করার পরামর্শ দেন নির্বাহী অফিসার। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শ্রমিক, এনজিও ও  শিল্প মালিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *