রূপসায় লেগুনা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রূপসা প্রতিনিধি
খুলনা-গৌরম্ভা রুটে লেগুনা চলাচল বন্ধের দাবিতে রূপসার জাবুসা চৌরাস্তা মোড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১২টায় এক মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা লেগুনা বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, লেগুনা চলাচলের ফলে ওই রুটে বাস চলাচল বন্ধ থাকায় তাদের স্কুল কলেজে যাতায়াতে নানা সমস্যায় পড়তে হয়। লেগুনার চালকরা তাদের সাথে খারাপ আচরণ করে এবং ভাড়া বেশি নেয়। অপরদিকে বাস চলাচল করলে তারা অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারে। মাঝেমধ্যে ফ্রিতেও চলাচল করতে পারে বলে শিক্ষার্থীরা জানান।
এ সময় আবির, পিয়াল, রাজ, আরিয়ান, আব্দুল্লাহ, আবু বকর, ইমন, তামিম, মোঃ বিল্লাল, রাফি, রাকিব, শুভ, অলি, মানিক, হিমেল, রসুল, আরহান, তাজু, শুভসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।