রূপসায় রাস্তায় গাছ রেখে চলাচলে বাধা, অভিযোগ দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসায় সরকারী রাস্তা ও ড্রেন দখল করে চলাচলের বাধা সৃষ্টি করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গতকাল এলাকাবাসি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের সরদার মোজাফ্ফর হোসেন ২ মাস ধরে সরকারী রাস্তার উপর শিশির গাছ রেখে চলাচলে ব্যাপক বাধাগ্রস্থ করছে। বিষয়টি একাধিকবার স্থানীয় লোক গাছগুলো অপসারণের কথা বললে কোন কর্তপাত তিনি করেন না। এমনকি ড্রেনে গাছ রেখে পানি নিস্কাশনে বাধা সৃষ্টি করে যাচ্ছে।
রাস্তায় গাছ থাকায় রাতে চলাচলে কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কর্মসূচীর লোক ড্রেনের মাটি কেটে রাস্তা মেরামত করার কথা থাকলেও তা করতে পারছে না গাছ রাখার কারণে। উক্ত মোজাফ্ফার ক্ষমতার জোরে সরকারী রাস্তার উপর গাছ রেখে চলাচলে বাধা গ্রস্থ করছে। সরকারী পিচের কার্পেটিং রাস্তাটির কয়েকটি অংশ ভেঙ্গে পড়েছে।
এ ব্যাপারে স্থানীয় শাহ আব্দুল হাই বলেন, বিষয়টি একাধিকবার বলার পরও মোজাফ্ফার কোন কথায় কর্ণপাত করেননি।