January 22, 2025
আঞ্চলিক

রূপসায় মৎস্য ঘেরে যুবককে মারপিট, টাকা ছিনতাই

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে আবুল হাসান (২৫) নামে এক যুবককে ধরে ঘেরের বাসায় নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করেছে স্থানীয় কতিপয় যুবক। শনিবার দুপুরে আনসারএক পর্যায়ে তার কাছ থেকে ঘেরের মাছ বিক্রির ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। গত শনিবার দুপুরে আনসার ক্যাম্পের সামনে থেকে তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী বিলের ঘেরের মধ্যে চালানো হয় তার উপর নির্যাতন।

এলাকার বাসিন্দা মোঃ রেজাউল মোলঙ্গী জানান, বিলে তার একটি মাছের ঘের রয়েছে। পাশেই রয়েছে একই এলাকার লুৎফর কবিরাজের ছেলে মোঃ মুজাহিদ এর ঘের। শনিবার তার ছেলে হাসান ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ইলাইপুরস্থ আনসার ক্যাম্পের অদূরে পৌঁছালে ওৎ পেতে থাকা মুজাহিদের নেতৃত্বে কতিপয় যুবক হাসানের গতিরোধ করে মারপিট করতে করতে বিলের মধ্যে নিয়ে যায়। এক পর্যায়ে ঘেরের বাসায় বেধে এলোপাথাড়ি মারপিট করে ফেলে রাখে। তার কাছে থাকা মাছ বিক্রির ৮ হাজার টাকা ছিনিয়ে যায় যুবকরা। খবর পেয়ে রেজাউল বিকালে ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, বাড়ি এসে তারা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন। যে কারনে ছেলের চিকিৎসা বা কোথাও কোন অভিযোগও করতে পারছেন না।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *