রূপসায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ দিলেও মামলা হয়নি
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলেও মামলা হয়নি।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৩ জুলাই সকালে নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা লতিফ শেখের শিশু কন্যা মাদ্রাসা ছাত্রী (৮) বাড়ি থেকে দেবীপুর মোড় নামক স্থানে বড় বোনকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য এগিয়ে দিতে আসে। সেখান থেকে বাড়ি ফেরার সময় একই গ্রামের ওহাব শেখের পুত্র মুদি দেকানদার আরিফুল ইসলাম (২৮) শিশুটির চাচাতো ভাই মাদ্রাসা ছাত্রীকে গাছের ফল খেতে দেবার কথা বলে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। পরে আরিফুল মাদ্রাসা ছাত্রীকে জোর করে তার পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশ লোক এগিয়ে এলে উক্ত যুবক পালিয়ে যায়। এরপর থেকে সে আত্মগোপনে রয়েছে।
ভুক্তভোগীর পিতা লতিফ জানান, তারা ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু তা মামলা হিসাবে পুলিশ গ্রহণ করেনি। এমকি আসামি পক্ষ টাকা পয়সার প্রলোভন দিয়ে তাদের ম্যানেজ করার চেষ্টা করছে। এছাড়া বাদী যে অভিযোগ দিয়েছে তাছাড়া থানা থেকে তাদের ডেকে নিয়ে অন্য একটি অভিযোগ পত্রে সাক্ষর করানোর অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারটি হুমকির মধ্যে দিন যাপন করছে। এলাকার প্রভাবশালী ব্যক্তি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য চাপ সৃষ্টি করছে। ঘটনার পর পুলিশ শিশুটির জবানবন্দী গ্রহণ করলেও চার দিনেও থানায় মামলা রেকর্ড হয়নি।
এ ব্যাপারে রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। তবে বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সত্য প্রমাণ হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।