রূপসায় ভ্রাম্যমান আদালতে কয়লা তৈরির একাধিক চুলা উচ্ছেদ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছে। যা নিয়ে কয়েকবার সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসন মাঠে নামে অবৈধ কয়লা চুল্লি বন্দের অভিযানে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুম্মিতা সাহা।
তারই ধারাবাহিকতায় ২৫ ফেব্রæয়ারী বেলা ১১টায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ৭টি চুলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চুলার মালিক রহিমনগরের বাসিন্দা সোহাগ শিকদারকে দুই হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, পরিবেশ দুষণরোধে পরিচালিত এ অভিযানে জাবুসা হাট এলাকায় অবস্থিত ৭টি চুলা ভেঙ্গে উচ্ছেদ করা হয়। অভিযানের সংবাদ পেয়ে বাকী ৬টি চুলা মালিক পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তানভীর রহমান ও রূপসা থানা পুলিশের একদল সদস্য।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, ইতিমধ্যে রূপসার বিভিন্ন এলাকার অবৈধ চুলা উচ্ছেদ সহ মালিককে জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।