রূপসায় ভ্যানে লুঙ্গি জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু
দ. প্রতিবেদক
রূপসা উপজেলার নৈহাটির খোড়া বটতলা এলাকায় ভ্যানের চাকায় লুঙ্গি জড়িয়ে পলাশ ঘোষ (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সোনাখালি (রাজপাট) গ্রামের কানাই লাল ঘোষের পুত্র।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রূপসা ঘাট থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে বাড়ী যাচ্ছিলে তিনি। নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলা’য় পৌছালে তার পরনের লুঙ্গি ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তার উপরে পড়ে গিয়ে জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার আত্মীয়-স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পলাশের মৃত্যু হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ