রূপসায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় তিনজন আটক
রূপসা প্রতিনিধি
রূপসায় মিঠু ফকির (৪০) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটানায় তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সামন্তসেনা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্ব জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশ জানায়, সামন্তসেনা গ্রামের উজির আলী ফকিরের ছেলে মিঠু ফকির নতুন হাট বাজারে দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে হারুন ফকিরের বাড়ির সামনে আসলে তার উপর ছিনতাইকারীরা রড় ও দা দিয়ে হামলা চালায়। হামলায় মিঠু গুরুত্বর জখম হন। এ সময় তার চিৎকারে স্থানীয় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে।
ছিনতাইকারীরা হল- নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা এলাকার আমজাদ শেখের ছেলে মিজানুর রহমান জনি(২৫), দেবীপুর এলাকার শাহাজানের ছেলে এলহাম(২৪) ও পাচানী এলাকার মফিজ শেখের ছেলে আবুল হাসান সাগর( ২৫)। ব্যবসায়ী মিঠুর ভাই মাসুদ বাদী হয়ে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করেন। যার নং-০৭।