রূপসায় বৈদেশিক কর্মসংস্থানের সচেতনতা বিষয়ক কর্মশালা
রূপসা প্রতিনিধি
জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যাকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈদাশিক কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং তত্ত¡াবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুষ্মিতা সাহা।
প্র্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লা যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন বৈদেশিক কর্মসংস্থান কর্মকর্তা মো. আলী হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, আওয়ামী লীগ নেতা আ. মজিদ ফকির, সরদার আবুল কাসেম ডাবলু, অধ্যক্ষ আতাহার আলী ফকির, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক সরোজ হালদার, কৃষ্ণ পদ পাল, আজিজা সুলতানা, মুক্তিযোদ্ধা সন্তোস চিন্তা পাত্র, রূƒপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী প্রমূখ।