রূপসায় নদী খননের প্রক্রিয়া সমাপ্তি করলেন জেলা প্রশাসক
রূপসা প্রতিনিধি
আঠারবেকী নদী খননের প্রক্রিয়া সমাপ্তি উপলক্ষ্যে রূপসা উপজেলার ভবানীপুর এলাকায় বাধ কেটে নদী খনন কাজের সমাপ্তি ঘোষনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি গতকাল শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এ খনন কাজ করে নদীতে সকল ধরনের যানবাহন চলাচল উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, রূপসা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, তেরখাদা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সহকারী কমিশনার তকী ফয়সাল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ হুমায়ুন কবীর, উপ-সহকারী প্রকৌশলী আ: সোবহান হাওলাদার, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, সমাজসেবক মোল্লা দেলোয়ার হোসেন দিলু, কেরামত আলী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।