রূপসায় নদীতে ডুবে ভাটা শ্রমিকের পুত্রের মৃত্যু
দ. প্রতিবেদক
রূপসায় দ্বীন ইসলাম গাজী (১১) নামে এক কিশোর আঠারোবেকী নদীতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার সকালে চন্দনশ্রী গ্রামে ইট ভাটার সামনে আঠারোবেকী নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত দ্বীন ইসলাম গাজী এসবিএম ইট ভাটার শ্রমিক অদুদ গাজীর পুত্র।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দ্বীন ইসলাম আঠারোবেকী নদীতে গোসল করতে নামলে স্রোতের গতি তাকে নদীর গভীরে নিয়ে যায়। পরবর্তীতে খোজাখুঁজি করে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি করে চর-শ্রীরামপুর এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
শিশুটির ব্যাপারে পুলিশ জানায়, সে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বুলবাড়ীয়া গ্রামের অধিবাসী। জীবিকার সন্ধানে পিতা মাতার সাথে রূপসা উপজেলার চন্দনশ্রী গ্রামের এসবিএম ইট ভাটার আবাসিক বস্তিতে পিতা মাতার সাথে বসবাস করত।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়