রূপসায় জাতীয় স্যানিটেশন দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পরিষদ চত্বরে আলোচনা সভা ও হাত দোয়া দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যনার্জি, শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ব্র্যাক ওয়াশের ম্যানেজার প্রনবেস ঘরামি, এস আই রাজিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক ফ ম আইয়ুব আলী , ব্র্যক ওয়াশ এর ওয়াজেদ আলী প্রমূখ।