রূপসায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
রূপসা উপজেলার সেনের বাজারে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টায় রূপসা থানাধীন সেনের বাজার পুরাতন বাসষ্ট্যান্ডে জনৈক খোকন বিশ্বাসের গ্যারেজের সামনে থেকে মোঃ আলম শেখ (৪০) কে গ্রেফতার করা হয়। সে ৫নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন এলাকার মো: শামসু মিস্ত্রীর পুত্র।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে ইতিপূর্বে ৪/৫ টি মামলা আছে। এ ঘটনায় জেলা ডিবি’র এসআই রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ