রূপসায় কালব’র আয়োজনে পরিতোষ কুমার বৈরাগীর মরণোত্তর চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)’র আয়োজনে রূপসা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য শিক্ষক পরিতোষ কুমার বৈরাগীর মরণোত্তর দাবির চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় প্রয়াতের স্ত্রী কবিতা বৈরাগীকে নগদ ৩ লাখ ৬৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। গতকাল রোববার দুপুরে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
কাল্ব’র সভাপতি রূপসা কলেজ উপাদক্ষ্য মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর পরিচালনায় বক্তৃতা করেন কালব’র রনজিত কুমার রায়, উপাদক্ষ্য মোঃ আবু সাঈদ খাঁন, সুধাংশু গাইন, অসীম কুমার বৈরাগী, বিল্লাল সেখ, আসাদুজ্জামান সরদার, পঙ্কজ কুমার বর্ধন, শেখ মিজানুর রহমান, এ কে মহিউদ্দিন, ভোলানাথ রায়, মোঃ মোশাররফ হোসেন, ফারহানা আক্তার ও কবিতা বৈরাগী।