রূপসায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে জরিমানা
রূপসা প্রতিনিধি
রূƒপসায় অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলী চাঁদপুর এলাকার নদীরপাড়ে দীর্ঘদিন ধরে আব্দুল কাদের নামে এক ব্যক্তি কাঠ পুড়িয়ে তৈরি করে আসছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার এর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুল্লি মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হাসান আলী, ভূমি অফিসের নাজির নূরুল ইসলাম, রূপসা থানা পুলিশের এস আই উজ্জল কুমার, পরিবেশ অধিদপ্তরের ল্যাবএ্যাটেন্ডেট মোঃ হাসিবুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গির আলম মিটুল প্রমুখ। তাছাড়া অপর কারখানা মালিকরা ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে পালিয়ে যায়।