রূপসায় ইয়াবাসহ নারী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৯৫ পিস ইয়াবাসহ শারমিন বেগম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার মধ্যরাতে রূপসা বাগমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বাগমারা পূর্ব রূপসা গ্রামের মোঃ হাসান মোল্লার স্ত্রী।
র্যাব-৬’র কোম্পানী কমাণ্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম পিপিএম জানান, রূপসা থানাধীন পূর্ব রূপসা বাগমারা বড় পুকুরের পূর্ব পাশে জনৈক মোস্তফার বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটস আটক করা হয়। এসময় আসামীর স্বামী মোঃ হাসান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ধৃত ও পলাতক আসামী উভয়ই দীর্ঘদিন ধরে রূপসা থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।