রূপসায় ইটভাটার চিমনি ভেঙে শ্রমিকের মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটার চিমনি ভেঙে শাহাবুদ্দিন শেখ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আসাদ নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার সিংহের চর গ্রামের এনএসবি ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আইতগাতী ইউনিয়নের যুগিহাটি গ্রামের বাসিন্দা।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলার জাকির হোসেন জানান, সকালে শ্রমিক শাহাবুদ্দিন ভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ দীর্ঘদিনের সংস্কারবিহীন চিমনিটি ভেঙে শাহাবুদ্দিনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত হন আরেক শ্রমিক।