December 26, 2024
আঞ্চলিক

রূপসায় ইটভাটার চিমনি ভেঙে শ্রমিকের মৃত্যু

 

দ: প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটার চিমনি ভেঙে শাহাবুদ্দিন শেখ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আসাদ নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার সিংহের চর গ্রামের এনএসবি ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আইতগাতী ইউনিয়নের যুগিহাটি গ্রামের বাসিন্দা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল­ার জাকির হোসেন জানান, সকালে শ্রমিক শাহাবুদ্দিন ভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ দীর্ঘদিনের সংস্কারবিহীন চিমনিটি ভেঙে শাহাবুদ্দিনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত হন আরেক শ্রমিক।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *