রূপসায় আন্তঃজেলা চোরচক্রের সদস্য আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৯টি চোরাই মোবাইলসহ আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মোঃ আহাদুল ইসলাম @ আহাদ (২৭) খুলনা সদর থানাধীন টুটপাড়া সরকারপাড়া এলাকার নজরুল ইসলাম @ বাবুলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, তার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, খুলনার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান ও আইন শৃংঙ্খলা রক্ষা ডিউটি পরিচালনাকালে রূপসা থানাধীন ইলাইপুরস্থ দলিল উদ্দিন সড়কের মাথা রূপসা টু মোংলা হাইওয়ে রাস্তার উপর থেকে আসামীকে আটক করে। এসময় আসামীর হেফাজত থেকে কাগজপত্র বিহীন ৯টি চোরাই মোবাইল সেট উদ্ধার করেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনা পুলিশের এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় চুরি মামলা দায়ের করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য।