রূপসায় আটক দুই ছিনতাইকারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
দ. প্রতিবেদক
খুলনার রূপসায় দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় আটক দুই ছিনতাইকারীকে জেল গেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এআদেশ দিয়েছেন। এরআগে গত বৃহস্পতিবার মামলার তদন্তকর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে রূপসা ঘাটস্থ শ্যানন রিভারভিউ ক্যাফেতে ঘুরতে আসা সদর থানাধীন খানজাহান আলী রোডস্থ আব্দুস সাত্তারের পুত্র মো: মনিরুল ইসলাম (৪১) তার মামাতো ভাই হাসানুল বান্না সিয়াম (১৮) ও বন্ধু আব্দুর রহমানের (২০) কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ছিনতাইকারী আশিকুর রহমান রিংকু (২৩) ও ছালাম গাজী (১৯) কে ধরে গণপিটুনি দেয়। এরপর পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার খুলনা সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে (যার নং ২০)। গ্রেফতারকৃত রিংকু নতুন বাজার ওয়াপদা মোকসেদ গলির রফিকের বাড়ির ভাড়াটিয়া মঞ্জুরুল মোমেন ওরফে দিপু শেখের পুত্র এবং আ: ছালাম গাজী পিরোজপুর কাউখালি থানাধীন শিয়ালকাঠি এলাকার মো: হারুন গাজীর পুত্র ।