রূপসায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী আটক
দ. প্রতিবেদক
খুলনায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার বিকাল ৫টার দিকে রূপসা থানাধীন ১নং আইচগাতী ইউনিয়নের আইচগাতী গ্রামস্থ্য সরকারী বঙ্গবন্ধু কলেজের পূর্ব পাশে মেসার্স জে. কে ট্রেডার্স দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রূপসা উপজেলার হোসেনপুর এলাকার মোঃ লুৎফর রহমান শেখ এর ছেলে মোঃ আব্দুর রউফ শেখ (৪২), তেরখাদা উপজেলার আজগড়া এলাকার মৃত কাশেম শেখ এর ছেলে মোঃ ওমর শেখ (৪০) ও বটিয়াঘাটা থানাধীন মোহাম্মদনগর এলাকার মৃত শামীম মৃধার ছেলে মোঃ সুমন মৃধা (২৩)।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি পহন চাকমা এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল আইচগাতী গ্রামস্থ্য সরকারী বঙ্গবন্ধু কলেজের পূর্ব পাশে জনৈক মাহাবুর শেখ এর মেসার্স জে. কে ট্রেডার্স দোকানের সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় আটক আসামীদের তল্লাশিকালে তাদের নিজ দখলে থাকা ২টি দেশীয় তৈরী পাইপগান, ৩ রাউন্ড পাইপগানের কার্তুজ, ২টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ