January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

রূপসায় অজ্ঞাত নারী’র পরিচয় মিলেছে, স্বামী আটক

দ. প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর গ্রামে পান বরজের গর্ত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। সে রূপসা উপজেলার নেহালপুর গ্রামের রফিক শেখের স্ত্রী। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রফিক শেখকে আটক করেছে। বিষয়টি রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন গাজী জানান, গত প্রায় ৩ বছর পূর্বে ফকিরহাট উপজেলার মৃত আবু বকর শেখের কন্যা মরিয়ম বেগম ওরফে ছোট (২৫) এর সাথে রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের পুত্র রফিক শেখের প্রেমজ সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। আজ পর্যন্ত তাদের সংসারে কোন সন্তান জন্ম নেয়নি। গত ১২ আগস্ট মরিয়াম ওরফে ছোট নিখোঁজ হয়। তার পিতার পরিবার অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। অবশেষে গত ১৫ আগষ্ট সকালে দেবীপুর গ্রামে একটি পান বরজের পাশে একটি গর্ত থেকে দাহ্য পদার্থ দ্বারা পুড়িয়ে হত্যা করা মরিয়ামের লাশ পুলিশ উদ্ধার করে। মরিয়াম হত্যার সাথে স্বামী এবং কারা কারা জড়িত পুলিশ অনেক তথ্য পেলেও তা তদন্তের স্বার্থে বলতে অপরাগতা প্রকাশ করেছে। এদিকে নিহত মরিয়ামের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির মুল রহস্য অতিশীঘ্রই উদঘাটিত হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *