রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ড্রেজারের পাইপ ভেঙে শ্রমিক নিহত
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যু প্রকল্পে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম (২৩) নামে এই শ্রমিক নিহত হন।
সাইফুল পটুয়াখালীর চরজোনকাঠি গ্রামের শহীদ মৃধার ছেলে। রূপপুরের ওই প্রকল্পে এমটিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি।
ওসি ফারুকী বলেন, সাইফুল প্রকল্প এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছিলেন। এ সময় ড্রেজারের একটি লোহার পাইপ ভেঙে তার গায়ে পড়ে। তাকে আহত অবস্থায় সহকর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি ফারুকী।