রুম্পার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে স্টামফোর্ডে মানববন্ধন
দক্ষিণাঞ্চল ডেস্ক
বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে একযোগে মানববন্ধন হয়। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও এই কর্মসূচিতে অংশ নেন।
স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর এ এন এম আরিফুর রহমানসহ সব বিভাগের চেয়ারম্যানরাও এতে অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মানববন্ধনে রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের পরিবারের দাবির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
বুধবার রাতে মালিবাগের শান্তিবাগের বাসা থেকে আধা কিলোমিটার দূরে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের এক গলি থেকে রুম্পার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হলেও এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।