January 4, 2025
আঞ্চলিক

রি-ফ্রেশ ড্রিংকিং ওয়াটারসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দ: প্রতিবেদক

খুলনায় রি-ফ্রেশ ড্রিংকিং ওয়াটারসহ তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। গতকাল রবিবার নগরীতে বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, মূল্য ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় বি কে রায় রোডস্থ নিতু মেডিকেল হলকে ২ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি করায় পপুলার বেকারীকে ৫ হাজার টাকা ও বৈধ লাইসেন্স না থাকায় এবং অবৈধ প্রক্রিয়ায় পানি শোধন করায় শেরে বাংলা রোডস্থ রি-ফ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। তদারকিকালে সাধারণ ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *