রিয়াল ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ
রিয়াল মাদ্রিদ থেকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ২৯ বছর বয়সী তারকা গুডিসন পার্কে এসেছেন ২ বছরের চুক্তিতে।
তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোর অপশনও হাতে রেখেছে দ্য টফিসরা। এভারটনে কলম্বিয়ান তারকা কোচ হিসেবে পাবেন তার সাবেক গুরু কার্লো আনচেলত্তিকে। ইতালিয়ান কোচের অধীনে রিয়াল এবং ধারে বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছেন রদ্রিগেজ।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর একই বছর ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তি করেন তিনি। কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সিতে নিয়মিত হতে পারেননি।
এভারটনে যোগ দিয়ে রদ্রিগেজ বলেন, ‘আমি সত্যি, সত্যি আনন্দিত অনবদ্য ও ঐতিহাসিক এই ক্লাবে যোগ দিতে পেরে। এখাকার কোচ আমাকে খুব ভালো জানেন। ’