রিয়ালে ব্রাজিলের ‘বিস্ময়’ রাইনিয়র
অনেকে তাকে ডাকেন ফুটবলের বিস্ময়বালক। কয়েকটি গণম্যাধ্যম আবার তাকে দিয়েছে ‘নতুন কাকা’ তকমা। নতুন এই সেনসেশনের ওপর ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার নজর ছিল বলে গণমাধ্যমের খবর। ব্রাজিলের মিডফিল্ডার রাইনিয়রকে শেষ পর্যন্ত দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।
সোমবার এক বিবৃতিতে রাইনিয়রকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রিদের দলটি। ইএসপিএন এফসির খবর মতে, ফ্লামেঙ্গো থেকে রাইনিয়রকে কিনতে তিন কোটি ইউরো খরচ হয়েছে রিয়ালের। ছয় বছরের চুক্তির বিষয়টিও ওই প্রতিবেদনে জানানো হয়।
তবে এখনই নতুন ঠিকানায় যোগ দিচ্ছেন না রাইনিয়র। বর্তমানে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছেন তিনি।
ব্রাজিলিয়ান লিগ জয়ের পথে গত মৌসুমে ছয় গোল করে নজর কাড়েন রাইনিয়র। ১৭ বছর বয়সে ফ্লামেঙ্গো মূল দলে অভিষেক হওয়া এই উঠতি তারকা গত মৌসুমে দলের হয়ে জেতেন লাতিন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা কোপা লিবের্তাদোরেস।
রিয়ালে শুরুতেই অবশ্য মূল দলে খেলবেন না রাইনিয়র। মৌসুমের বাকি সময় তাকে খেলানো হতে পারে ক্লাবটির ‘বি’ দল কাস্তিয়ায়।