রিয়ালে ফিরতে চান রোনালদো!
সম্প্রতি সান্তিয়াগো বের্নাবেউ সফরে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন ইউভেন্তুস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাসিকো ম্যাচ দেখেছেন গ্যালারিতে বসে। এবার এর চেয়েও বড় খবর দিলেন রোনালদোরই কাছের এক বন্ধু, যিনি কিনা আবার সাংবাদিকও। তিনিই জানিয়েছেন রিয়াল মাদ্রিদে ফিরতে চান পর্তুগিজ ফরোয়ার্ড।
লা লিগায় গত রোববার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি ছিল ভিনিসিউস জুনিয়রের। গ্যালারিতে রোনালদোর উপস্থিতির কথা জেনেই হয়ত গোলের পর রোনালদোর পরিচিত ভঙ্গিমায় উদযাপন করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে গ্যালারি নয়, বন্ধুর কথা ঠিক হলে আবারও রিয়ালের ড্রেসিংরুমে ফিরতে পারেন রোনালদো। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান তার বন্ধু এদু আগুইরে।
“আমি নিশ্চিতভাবে জানি, ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছা আছে। বের্নাবেউয়ে আসার পর সে মাদ্রিদের টান অনুভব করেছিল। সে আবেগাপ্লুত ছিল।”
“বর্তমানে সে পুরোপুরি ইউভেন্তুসে মনোনিবেশ করছে। তবে ফুটবলে, শেষ বলে কিছু নেই। আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে, কেউই জানে না।”