November 25, 2024
খেলাধুলা

রিয়ালের কাছে হেরে জাভি বললেন ‘যে কারও বিপক্ষে লড়তে পারে বার্সা’

চলতি মৌসুমে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির বিদায়ের পর পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না ক্লাবটি। এরই মধ্যে ছিটকে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। স্প্যানিশ লা লিগায়ও নেই ভালো অবস্থানে।

সবশেষ বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল ২-২ গোলে ড্র।

ফল নির্ধারণের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলার অষ্টম মিনিটে গোল করে ফাইনালে উঠে যায় রিয়াল। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সাই। এমনকি রিয়ালের ১৪টি শটের বিপরীতে গোলের জন্য ২০টি শট করেছিল বার্সেলোনা।

তাই হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, বিশ্বের যেকোনো দলের বিপক্ষে লড়তে পারে বার্সেলোনা। ম্যাচ শেষে নিজের শিষ্যদের বাহবাই দিয়েছেন জাভি। তবে ম্যাচটি জিততে না পারায় হতাশাও ছিল তার কণ্ঠে।

জাভি বলেছেন, ‘আমি দুঃখিত এবং রাগানিত্ব। কারণ এই ম্যাচটি আমাদের জেতার জন্য ছিল। আমরা প্রথম ২০ মিনিট জটিলতার সঙ্গে খেলেছি। তবে এরপর গুছিয়ে নিয়েছি। দিনটি সাহসী হওয়ার ছিল। এই বার্সা দল যে কারও বিপক্ষে লড়তে পারে। যে ফল চেয়েছিলাম তা পাইনি। তবে সামনে এগুনোর একটি পদক্ষেপ ছিল এটি।’

তিনি আরও যোগ করেন, ‘এই অনুভূতিগুলো আসলে সাংঘর্ষিক। কারণ আমরা ম্যাচটি প্রায় জিতে গিয়েছিলাম। আমি দুঃখিত কারণ এটি একটি ক্লাসিকো পরাজয় এবং আমরা একটি শিরোপার সুযোগ হারালাম। তবে আমরা রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছি।’

এসময় পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে জাভি বলেন, ‘আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। ধৈর্য্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি। আমরা ভুল করেছি। রিয়ালের কাউন্টার অ্যাটাক আমরা রুখতে পারতাম। আমরা (জয়ের) খুবই কাছাকাছি ছিলাম।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *