রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার অভিভাবক সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার গতকাল শুক্রবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা ক্বারী মাহদী হাসান কাওসারী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী এস এম দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন ও বিশেষ আলোচক দৈনিক প্রবাহ’র স্টাফ রিপোর্টার আসাফুর রহমান কাজল।
এছাড়া অভিভাবকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ পারভেজ আহমেদ পলাশ, প্রভাষক মাওঃ শহীদুল ইসলাম, কাজী মাওঃ মোঃ হারুন অর রশীদ, মোঃ রমজান আলী, মোঃ মেরাজ শেখ, মোঃ আবুল কালাম আজাদ, আফরীন আক্তার বীথি, জেবুন্নেসা আহমেদ। শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেনÑহাফেজ মাওঃ শরীফুল ইসলাম, হাফেজ মাওঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওঃ মোঃ জাকারিয়া, হাফেজ ক্বারী জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মারুফ হোসেন, গোলাম রব্বানী, তানভীর আহমেদ, মাওঃ মাহাদী হাসান প্রমুখ।