December 21, 2024
আঞ্চলিক

রিয়াদুল জান্নাহ্ হিফ্য্ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সোনাডাঙ্গার হাজী তমিজদ্দিন সড়কস্থ আন্তর্জাতিক মানের রিয়াদুল জান্নাহ্ হিফ্য্ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বিকেল ৪টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাদ্দিস আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ আনোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসেন ও কোরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মাওঃ ক্বারী মাহদী হাসান কাওসারী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এড. মোঃ সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন

বিশেষ অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সজল আহমেদ আলী। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ এবারত আলী, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন শ্যাম, সাংবাদিক কলিন হোসেন আরজু ও আশাফুর রহমান কাজল, ১৮নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. মেহেদী ইনসার, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমেদ পলাশ, এড. ইকবাল, শেখ মোঃ মিরাজ, ছাত্রনেতা তুহিন রহমান, এমরান হোসেন ইমু, মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ শরীফুল ইসলাম, হাফেজ মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মোঃ জাকারিয়া, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, মোঃ জাকারিয়া, মোঃ গোলাম রব্বানি, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ নাজমুস সাকিব, অভিভাবক মাওঃ নিয়াজ মাখদুম, মোঃ ইকবাল হোসেন, হাফেজ জয়নাল হোসাইন প্রমুখ। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *