May 10, 2025
জাতীয়

রিমান্ড শেষে কারাগারে মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী সাগর মিয়া জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ ডিসেম্বর আসামিদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত রোববার ডাকসু ভবনে নূর ও তার সঙ্গীদের ওপর হামলা হওয়ার পর সমালোচনার মধ্যে সোমবার রাতে মামলা করে পুলিশ। আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে সেখানে আসামি করা হয়।

পরে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্যকে গ্রেপ্তার করে পুলিশ। আর সংগঠনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্তকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার সকালে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *