January 15, 2025
জাতীয়

রিজার্ভ চুরি মামলায় হারলো বাংলাদেশ ব্যাংক

দক্ষিণাঞ্চল ডেস্ক
রিজার্ভ চুরির ঘটনায় রিজল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের করা মামলা খারিজ হয়ে গেছে বলে খবর এসেছে ফিলিপিন্সের সংবাদমাধ্যমে। ফিলিপিন্সের ইংরেজি সংবাদমাধ্যম ইনকোয়ারারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই সিভিল মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি বøুমবেরি রিসোর্টস গ্রæপ সোমবার ফিলিপিন্সের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায়।
বøুমবেরি তাদের ঘোষণায় বলেছে, নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট গত ২০ মার্চ মামলা খারিজ করে রায় দেয়। চার বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় দায়ের করা ওই মামলায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ওই ব্যাংকের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *