রিজভীর শারীরিক অবস্থার উন্নতি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।
দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক টিম তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।
ডা. জাহিদ আশা করছেন, খুব দ্রুতই তিনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হন রিজভী। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।