January 21, 2025
জাতীয়

রিকশায় বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাভারের আশুলিয়ায় একটি বাসের ধাক্কায় রিকশা আরোহী মা-মেয়ে ও চালকের প্রাণ গেছে। গতকাল রবিবার সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই নুরুল হুদা জানান।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী মালেকা বেগম (২৬), তার মেয়ে ফাতেমা বেগম (৪) ও রিকশা চালক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জুয়েল রানা (৩৮)।

এসআই বলেন, মালেকা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। সকালে ওই এলাকা থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় করে মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন তিনি। পথে মানিকগঞ্জগামী ‘কাবা পরিবহনের’ একটি দ্রæতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও চালক মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান এসআই। তিনি বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *