রায়েরমহল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রায়েরমহল কলেজের উদ্যোগে গত ২৬ মার্চ কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন রায়েলমহল হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, পরিচালন পর্ষদ সদস্য শেখ মো. নাসিরুদ্দীন, আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম, জিবি সদস্য শেখ হেমায়েত হোসেন, শেখ ফররুখ আহম্মেদ, খান মোনায়েম হোসেন, রতন বিশ্বাস, পারটেক্স ফার্নিচারের এজিএম মো. তাজুল ইসলাম, এ্যালিকোর ম্যানেজার মাসুম হাসান, কাজি সিদ্দিকুর রহমান, শেখ আব্দুল ওয়াদুদ, সহকারি অধ্যাপক নাজরিন নাহার, ক্রীড়া শিক্ষক অসিত বরণ বিশ্বাস প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।