January 22, 2025
জাতীয়

রাস্তার পাশে পড়ে ছিল ফুটফুটে নবজাতক

দক্ষিণাঞ্চল ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে

হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী

জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের

মোকামিয়া গ্রামের রাস্তার পাশ থেকে তাকে তারা উদ্ধার করেন তারা। তাকে

কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। এ

ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওসি ইমারত বলেন, পুলিশ স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই

নবজাতককে উদ্ধার করে। পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা

হয়। বৈধ অভিভাবক না পাওয়া গেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। নবজাতক

সুস্থ আছে বলে জানিয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, ইতোমধ্যেই তাকে নেওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ

করছেন। তাকে আগামী রোববার আদালতে পাঠানো হবে। আদালত শিশু সুরক্ষা

আইন অনুযায়ী যে নির্দেশ দেবে সেই অনুযায়ী পরের ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *