রাসূলুল্লাহ (সা.) এর দুশমন মওদূদীবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
আল্লাহ তা’য়ালার বিশেষ রহমতে ইনশাআল্লাহ আজ শুক্রবার মুসলিম যুব সমাজ কর্তৃক বৃহত্তর খুলনার জোড়াগেট কাঁচা বাজার সংলগ্ন মাঠে রাসূলুল্লাহর দুশমন মওদূদীবাদের (জামাত-শিবিরের) স্বরূপ উদ্ঘাটন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে ইসলামের নামে কুফরী মতবাদ, জঙ্গীবাদ তথা ইসলামের নামে সন্ত্রাসী মতবাদ অর্থাৎ মওদূদীবাদী জামাত-শিবির সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনার দ্বারা যুব সমাজকে সচেতন করা হবে।
উমাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি নুরুল হক সাহেব (পীর সাহেব, জাকিগঞ্জ, সিলেট), প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, হযরত আল্লামা মুশতাক আহমাদ (মুহতামিম, দারুল উলুম, খুলনা), হযরত আল্লামা আবুল কাসিম (প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, খালিশপুর, খুলনা), হযরত আল্লামা ইমদাদুল্লাহ কাসিমী (মুহতামিম, আসআদুল উলুম মাদানীনগর মাদ্রাসা, জিরোপয়েন্ট, খুলনা), হযরত আল্লামা ইসমাঈল হোসেন (ইমাম ও খতিব, ৭নং ঘাট জামে মসজিদ, খুলনা)।
বিশেষ আকর্ষণ ঃ মাজলুম আলেমে দীন আল্লামা দেলোয়ার হোসেন সাইফী (খতিব, মহাখালি জামে মসজিদ, ঢাকা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ মাহবুবুব হাসান শামীম (যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর শ্রমিকলীগ, খুলনা)। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা ক্বারী আব্দুল কায়্যুম (মোমেনশাহী), আল্লামা আবুল খায়ের (সুনামগঞ্জী), আল্লামা ক্বারী শামসুজ্জামান (সিলেটী), আল্লামা ক্বারী ওসমান গনি (নারায়নগঞ্জী), আল্লামা মুফতী আল-আমীন (গাবতলী, বগুড়া)। মওদূদীবাদ তথা জঙ্গীবাদ বিরোধী উক্ত মহতি সমাবেশে আপনার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।