রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবির প্রতি খুলনা ইসলামী আন্দোলনের সংহতি
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির প্রতি পুনঃ সংহতি প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। গতকাল সোমবার ইস্টার্ন জুট মিল শ্রমিকদের আমরন অনশনের মঞ্চে যেয়ে এই সংহতি প্রকাশ করেন।
খুলনা নগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ে গত ২৩ নভেম্বর থেকে পাটকল শ্রমিকরা আন্দোলনে রয়েছে। দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে চরম অর্থ সংকটে রয়েছে তারা। পরিবার-পরিজনের মুখের আহার যোগাতে হিমশিম খেতে হচ্ছে খেটে খাওয়া এইসব বঞ্চিত মানুষের। মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এই শ্রমিক ও তাদের পরিবারের দিকে তাকিয়ে অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহŸান জানান।
অবিলম্বে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহŸান জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতী ইসহাক ফরীদি, আলহাজ্ব মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, আব্দুস সালাম জায়েফ, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কামরুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ জুয়েলসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।