November 24, 2024
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও শ্রমিক নেতাদের মুক্তির দাবি খুবি শিক্ষার্থীদের

খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে ভার্চুয়াল গণস্বাক্ষর কার্যক্রম আয়োজন করা হয়েছে। শনিবার রাত সাড়ে দশটা পর্যন্ত ১৫০ জন স্বাক্ষর করে এ কার্যক্রমে শামিল হয়েছেন।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গুগল ফর্মের মাধ্যমে ৯ জুলাই রাত ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়। ১২ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা স্বাক্ষর এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। এরপর অনলাইনে এই কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা আরও জানায়, বিশ্বে যখন পাট থেকে উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক তখন লোকসান দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সচেতন নাগরিক হিসেবে তাদেরকে ভাবিয়ে তুলেছে। মিলগুলো বন্ধ করার পেছনে কোনো বিশেষ মহল, গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী অপশক্তির তৎপরতা থাকলে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এছাড়া, মিলগুলো বন্ধ হলে এর সাথে জড়িত প্রায় ৭৫ হাজার শ্রমিকের ভবিষ্যৎ কি হবে এবং মিলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এমন মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে – এই নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।
স্বাক্ষরকারী, বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী মোস্তাক আহমেদ বলেন, গণস্বাক্ষর কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি যে, পাটকলগুলো চালু করে বিপুল সংখ্যক শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা হোক। মিলগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হোক এবং গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তি দেওয়া হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *