রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করা, ভুলনীতি পরিহার, দুর্নীতি-লুটপাট বন্ধ ও মিলগুলো আধুনিকায়ন করা এবং শ্রমিকদের সকল পাওনা মজুরী-বোনাস অবিলম্বে পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর আহ্বানে আজ সোমবার খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। দৌলতপুর জুট মিল থেকে পদযাত্রা শুরু করে প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, নতুন রাস্তার মোড়, দৌলতপুর বি এল কলেজ হয়ে পিপলস গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল ক্বাফী রতন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য সরদার রইস উদ্দিন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সদস্য সত্যজিৎ বিশ্বাস, জনার্দন দত্ত নাণ্টু, এইচ এম শাহাদাৎ, মিজানুর রহমান বাবু, আনিসুর রহমান মিঠু, মুনীর চৌধুরী সোহেল, সুভাষ সাহা, মোজাম্মেল হক, আব্দুল করিম, এস এম চন্দন, মনিরুল হক বাচ্চু, মোস্তাফা খালিদ খসরু, কোহিনুর আক্তার কণা, বরকত আলী, আরমান আলী, নজরুল ইসলাম মল্লিক, নূরুল ইসলাম, অলিয়ার রহমান, বাচ্চু বেপারী, আলমগীর হোসেন, এখলাস মোল্লা, সামশের আলম, সনজিত মণ্ডল, আল আমিন শেখ, সোমনাথ দে প্রমুখ।
সমবেশে নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বে যখন পাটপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের দেশের পাটকল বন্ধ করে দেয়া হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তাই রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু ও দুর্নীতি বন্ধ করার দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দৌলতপুর নতুর রাস্তার মোড়ের অবস্থান কর্মসূচি পালিত হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ