January 20, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খালিশপুরে সংহতি সমাবেশ

খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত সকল পাটকল অবিলম্বে চালু, দুর্নীতি-লুটপাট-ভুলনীতি বন্ধ ও আধুনিকায়ন করা এবং অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ শ্রমিকদের সকল পাওনা অবিলম্বে পরিশোধসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে রবিবার বিকেল ৪:৩০টায় খালিশপুর পিপলস গোল চত্বরে বিশাল এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা এবং পরিচালনা করেন সদস্য সচিব এস এ রশীদ, যুগ্ম আহ্বায়ক ও বাম জোট ও বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, যুগ্ম আহ্বায়ক ও সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিঠু-এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র কাজী সাজ্জাদ জহির চন্দন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, রাজেকুজ্জামান রতন, এড. মঞ্জুরুল আলম, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, ইকবাল কবির জাহিদ, ডাঃ মনোজ দাশ, এস এম শাহনওয়াজ আলী, আকবর খান, গৌরাঙ্গ নন্দী, শরীফ শফিকুল হামিদ চন্দন, এইচ এম শাহাদাৎ, মোজাম্মেল হক খান, সুতপা বেদজ্ঞ, ড. এড. জাকির হোসেন, এস এম ইকবাল হোসেন, নিতাই গাইন, গাজী নওশের আলী, আব্দুল করিম, মনিরুল হক বাচ্চু, মোস্তফা খারিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, গাজী আফজাল, মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, কোহিনুর আক্তার কণা, ডাঃ মোঃ নাসির উদ্দিন, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, আব্দুল্লাহ চৌধুরী, এড. নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, আল আমিন শেখ প্রমুখ। সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী, দৌলতপুর শাখার শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *