রাষ্ট্রায়ত্ত পাটকল কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে প্রস্তুতি সভা
৭ সদস্য বিশিষ্ট দাবি আদায় কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিখি
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল কর্মকর্তা-কর্মচারীদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৩টায় আলীম জুট মিল গেট সংলগ্ন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে পাওনা আদায় আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওয়াপড়া কার্পেটিং জুট মিলের শ্রমিক নেতা আঃ ওহাব।
সভায় বক্তৃতা করেন সৈয়দ জাকির হোসেন, মোঃ আঃ মতিন হাওলাদার, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তী, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।
প্রধানমন্ত্রী শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের সকল টাকা পরিশোধ করার ঘোষণা দিলেও বিজেএমসি কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কর্মচারী কর্মকর্তাদের কোন পাওনা পরিশোধ করা হয়নি ফলে অনেক কর্মচারী কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে, তাদের পাওনা আদায়ের লক্ষ্যে ইস্টার্ন জুট মিলস মজদুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেনকে আহবায়ক ও প্লাটিনাম জুট মিলস শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট অবসরকৃত কর্মচারী কর্মকর্তাদের দাবি আদায় কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ৩০ নভেম্বর সকাল ১০ টায় আলীম জুট মিল গেটে খুলনার ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলে সিবিএ-ননসিবিএ সমন্বয়ে এক জরুরি সভার মাধ্যমে আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।