রাষ্ট্রায়ত্ত জুট মিলের একাত্বতা প্রকাশ খানজাহান আলী থানা প্রতিনিধি
আলীম জুট মিলের দাবীর প্রতি সকল
আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং ভুয়া মালিকের হাত থেকে মিলটি রক্ষার দাবীতে আলীম জুট মিল ওয়াকার্স ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও গেটসভা অনুষ্ঠিত হয়।
মিল অভ্যন্তর থেকে মিছিলটি শুরু করে ইষ্টার্ণ জুট মিলস এবং খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিল গেটে এসে গেটসভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনার অন্যান্য সকল রাষ্ট্রায়ত্ব জুট মিলের নেতৃবৃন্দ আলীম জুট মিলের যোক্তিক দাবীর প্রতি একত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন।
মিলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্লাটিনাম জুবলি জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাহানা শারমিন। বক্তৃতা করেন, প্লাটিনামের সাধারণ সম্পাদক হুমাউন খান, ক্রিসেন্ট জুট মিলের সভাপতি দীন ইসলাম, সাবেক সভাপতি মুরাদ হোসেন, ক্রিসেন্ট জটু মিলের সাবেক সভাপতি মোঃ আবু জাফর, সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, জে.জে.আই জুট মিলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ. খালিশপুর জুট মিলের সভাপতি দীন মোহাম্মাদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দৌলতপুর জুট মিলের সভাপতি হেমায়েত উদ্দিন, স্টার জুট মিলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ইষ্টার্ণ জুট মিলের সভাপতি মোঃ আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী, হাফেজ আব্দুস সালাম, জাকারিয়া, মোঃ আমিরুল ইসলাম,এস এম বাবুল রেজা, হক মহলদার, হাফিজুর রহমান, বদরউদ্দিন, মোকবুল হাসান, নজরুল ইসলাম, আবুল কালাম, খায়রুলসহ বিভিন্ন সরকারি ও বেকরকারি জুট মিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।