রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোকে নতুন প্রক্রিয়ায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে : বিজেএমসি’র চেয়ারম্যান
দ. প্রতিবেদক
বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিজেএমসি’র চেয়ারম্যান আব্দুর রউফ বলেছেন, ‘সরকারি ঘোষণা অনুযায়ী উৎপাদন বন্ধ দেশের রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোকে সরকার নতুন প্রক্রিয়ায় চালুর জন্য পরিকল্পনা গ্রহণ করছে। মিলগুলো কিভাবে চালু করা যাবে তার পর্যবেক্ষণের অংশ হিসাবে খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলো পরিদর্শন করা হচ্ছে।’
বুধবার বেলা ১২টায় আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলো পরিদর্শন শেষে আলীম জুট মিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘উৎপাদন বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত সকল জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। একমাত্র আলীম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধে আইনী জটিলতায় বন্ধ রয়েছে। এই মিলটির শ্রমিকরা আইনী জটিলতায় বেশী সাফার হয়েছে। তবে সু-খবর হলো একটি পক্ষ কিছুদিন আগে যে রিট করেছিল যার কারণে পাওনা পরিশোধে বাধা ছিলো সেটির আদেশ সরকারের পক্ষে যাওয়ায় অর্থ মন্ত্রণালয়ে মতামত দিয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড়ের বিষয়ে এখন আইনগত কোন বাধা নাই আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে মিটিং শেষে মিলটির পাওনা পরিশোধের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মিলের শ্রমিকদের হিসাব নিকাশ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। মিলে সকল শ্রমিক তাদের পাওনা দ্রুত সময়ে পাবে।’
তার সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের মহাব্যবস্থাপক (আরসিও) মোঃ গোলাম রব্বানী, বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের একান্ত সচিব কাজী কামরুল হাসান, প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ মুরাদ হোসেন, আলীম জুট মিলের প্রকল্প প্রধান সাজ্জাদ হোসেনসহ মিলের সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ