রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আ’লীগে স্থান হবে না : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের আওয়ামী লীগে স্থান হবে না। হাইব্রিড বা অনুপ্রবেশকারীরাই অবৈধ কাজের সাথে জড়িত থাকে। সংগঠনকে শক্তিশালী ও সুশৃংখল করতে হলে পরিচ্ছন্ন ও পরীক্ষিত কর্মীর কোন বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু’র আদর্শকে মনে প্রাণে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর মতো মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ণের কথা মানুষকে বলতে হবে। সংগঠনের কর্মীদের আচার আচরণ সাধারণ মানুষকে প্রভাবিত করে। সুতরাং বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিদের্শনাকে আমাদের বাস্তবায়ন করতে হবে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সদর থানার ২৭ ও ২৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিন বাচ্চু ও আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ২৮নং ওয়ার্ড সভাপতি বাবুল সরদার বাদল, ২৭নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শেখ এশারুল হক, ২৮নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ আজম খান। ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ২৫ ও ২৬নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়