রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে পিস ফেডারেশন এশিয়ার প্রেসিডেন্ট
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সাল পিস ফেডারেশনের এশিয়া-প্যাসেফিক অঞ্চলের চেয়ারম্যান এক নাথ ধাকাল। গতকাল সোমবার এক নাথ বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় এক নাথ ধাকাল পিস ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
এসময় তিনি আগামী ২০২০ সালের ৩-৯ ফেব্র“য়ারি দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠেয় ইউনিভার্সাল পিস ফেডারেশনের ওয়ার্ল্ড সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ রাষ্ট্রপতিকে হস্তাস্তর করেন। পিস ফেডারেশনের চেয়ারম্যান থমাস জি ওয়ালশ’র পক্ষে এক নাথ আমন্ত্রণপত্র দেন। সাক্ষাতের সময় ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত এশিয়া-প্যাসেফিক সামিটের ওপর একটি প্রতিবেদন রাষ্ট্রপতিকে দেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ব শান্তি রক্ষায় আইনসভার সদস্যদের নিয়ে আন্তর্জাতিক সংস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউনিভার্সাল পিস ফেডারেশন, বাংলাদেশের সভাপতি জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এসমসয় উপস্থিত ছিলেন।